সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় শতবর্ষ পূর্তিতে জমকালো আয়োজন

Seba Hot News
সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় শতবর্ষ পূর্তিতে জমকালো আয়োজন
প্রতিনিধি, জামালপুর॥
১৯১৮ সালে যাত্রা শুরু করে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়। এরপর কেটে গেছে ১০০ বছল। প্রতিষ্ঠার এই বছরটিকে স্মরণ করে রাখতে ১০০ বছর পূর্তি উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

এ উপলক্ষে গতকাল শনিবার বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা মিলিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। ১০০ বছর পূর্তি উৎসব উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।

১০০ বছর পূর্তি উৎসবকে ঘিরে বিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়া রংবেরঙের ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। 

গতকাল শনিবার সকালে ১০০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম হীরা। পরে বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষের ফলক উম্মোচন করা হয়। শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এ.কে.এম জহুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম হীরা, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফিউর রহমান প্রমুখ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯১৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন সিংহজানী ইংলিশ হাই স্কুল নামে ছিল। ১৯৩৮ সালে বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে স্বীকৃতি প্রদান করে। এ বিদ্যালয়ে ১৯২০ সালে প্রথম মেট্রিকুলেশন পরীক্ষা শুরু হয়। ঐতিহ্যবাহী বিদ্যালয় ১৯৬৭ সালে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় নামের আত্মপ্রকাশ করে। বর্তমানে ৬ একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে ৭০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩০ জন।

উৎসব উপলক্ষে দুইদিন ব্যাপী জমকলো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল, বিকেলে স্মৃতিচারণা অনুষ্ঠান ও সন্ধ্যায় দিকে স্থানীয় শিল্পীর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০ বছর পূর্তি উদ্যাপনের সমাপ্তি হয়

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top