সিঙ্গাপুর প্রতিনিধি: ডিএসএমএফ গ্রীন সিঙ্গাপুর শাখার উদ্যোগে সিঙ্গাপুর সাইথ তুয়াচ এ ১৮.০২.২০১৮ রবিবার ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এর মুক্তির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিএসএমএফ সিঙ্গাপুর প্রতিনিধি মো. জহুরুল ইসলামের আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন ডিএসএমএফ গ্রীন সিঙ্গাপুর শাখার নিবেদিত লিডার জনাব মো. আব্দুল কুদ্দুস, মো. ইব্রাহিম, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম হোসেন, মো. রিয়াজুল ইসলাম ও মো. কাশেম উদ্দিন। বিশেষ বক্তব্যে তারা ডেসটিনি ২০০০ লি. এর এমডি ও চেয়ারম্যান এর মুক্তি দিয়ে ডেসটিনির সকল কার্যক্রম চালু করতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান।
শত ব্যস্ততার ভিতরেও যারা প্রবাসে থেকে ডেসটিনির দুর্দিনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত লিডারগণ।