সাপাহারে মৎস্যচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

S M Ashraful Azom
Sapahare fisheries training program

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আধুনিক ও সঠিক পদ্ধতিতে দিনব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি এনজিও সংস্থা আশা আয়োজিত সাপাহার কৃষি সম্প্রসারণ অফিস হলরুমে মৎস্যচাষ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ প্রদান করেন সাবেক মৎস্য ডি,ডি বর্তমানে আশার কেন্দ্রীয় ফিশারিজ মৎস্য পরামর্শক ছেরাজ উদ্দীন,জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী,আশার নজিপুর নওগাঁ জেলার সিনিয়র ডিস্টিক ম্যানেজার খন্দকার মোঃআলউদ্দীন,আশার নওগাঁ জেলা আর এম সাইফুদ্দীন,আশার আঞ্চলিক  ব্যাবস্থাপক আতাউর রহমান,আশার নিতপুর আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল বারী,আশার সাপাহা-১ ব্রাঞ্চ এর ম্যানেজার আসাদুজ্জামান,আশার সাপাহার-২ ব্রাঞ্চের ম্যানেজার মুনছুর কবিরাজ প্রমুখ।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন মৎস্য চাষীর মাঝে মৎস্য চাষ বিষয়ে বিভিন্ন কলাকৌশল ও পরামর্শ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top