গোলাপগঞ্জে এস ইউ শিপলু প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

S M Ashraful Azom
S U Shiploo Preeti Football match was held at Golapganj

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে এস ইউ শিপলু প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের কালিজুরী মাঠে আমুড়া ইউনিয়ন একাদশ বনাম বুধবারি বাজার ইউনিয়ন একাদশের মধ্যে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

কালিজুরী প্রভাতী সংঘ’র সভাপতি হিফজুর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কয়েছ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি আলতাফ হোসেন বাইছ । বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারণ সম্পাদক জামিল হোসেন, ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েক, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী রাসেল আহমদ। 

এছাড়া উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ বুধবারী বাজার ইউনিয়ন শাখার সভাপতি ইউপি সদস্য সাদিকুর রহমান, হেল্পিং জোন এন্ড ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জয় রায় হিমেল, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বাগিরঘাট যুব সংঘ’র সাধারণ সম্পাদক মান্না আহমদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) বুধবারি বাজার ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জামিল আহমদ, সদস্য সচিব জাকির হোসেন বুলবুল, সলিট গ্রুপের সদস্য সাইফুল্লাহ লুলু, সিনিয়র সদস্য কামাল আহমদ, ওসমানী স্মৃতি পরিষদ বুধবারি বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রশিদ আহমদ, দেশেরবার্তা ২৪ডটকম এর উপজেলা প্রতিনিধি ফয়ছল আহমদ প্রমুখ।

খেলার শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top