রুপকার ইনিয়েস্তার সঙ্গে মেসির গোল উদযাপন। ছবি : সংগৃহীত |
সেবা ডেস্ক:
-
বার্সেলোনার কত সব জয়ের গল্পের নায়ক যে তার হিসাব মেলানোটাই ভার। দলের কঠিনতম সময়ে দেবদূতের ভূমিকায় আবির্ভূত
হয়েছেন তিনি। বিষ্ময়কর সব গোল করে মাঠ ছেড়েছেন তৃপ্তির হাসি নিয়ে। গোল
করাটাই যে তার কাজ! কিন্তু চেলসির বিপক্ষে নামলেই যেন থেমে
যায় মেসির সব রূপকথা।
ব্লুজদের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ফেললেও এখনো কোনো
গোলের দেখা পাননি এলএম টেন। মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে আবারও মুখোমুখি হয় চেলসি-বার্সেলোনা।
এই ম্যাচে তাই সবার নজরে ছিলেন লিওনেল
মেসি। গোল-খরা কাটাতে এবার কী পারবেন যাদুকর? স্ট্যামফোর্ড ব্রিজে ৭৪ মিনিট
পর্যন্ত তা করে দেখাতে পারেননি এলএম টেন।
অথচ ম্যাচ শুরুর ৮ মিনিটেই এদিন
দারুণ সুযোগ পান মেসি। প্রথমে তার বাড়ানো বল ফাঁকায় পেয়েও তা কাজে লাগাতে
পারেননি পরবর্তীতে ডি বক্সে বল পেয়েও সিদ্ধান্তহীনতায় ভুগেন বার্সোলোনার আর্জেন্টাইন এ স্ট্রাইকার। প্রথমার্ধের বাকি সময়টাতেও গোলের দেখা
পাননি মেসি।
গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনাও। দ্বিতীয়ার্ধের
৭৫ মিনিটেই আসে মেসি ভক্তদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বার্সেলোনার সবচেয়ে
নির্ভরযোগ্য, অভিজ্ঞ খেলোয়াড় পাস থেকে পাওয়া বল বা পায়ের দুর্দান্ত শটে চেলসির জালে জড়ান লিওনেল মেসি। যেন সোনার হরিণের দেখা পেলেন প্রাণভোমরা লিওনেল মেসি। চেলসির বিপক্ষে নবম ম্যাচে এসে পেলেন প্রথম গোলের
দেখা।
তাও আবার ৭৪ মিনিট পর। ৩০তম শটে! কাতালানদের হয়ে চলতি মৌসুমে এটা
অবশ্য মেসির ২৮তম গোল। মেসি তার ক্লাব ক্যারিয়ারে চেলসির বিপক্ষেই সবচেয়ে
বাজে পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে মঙ্গলবার ব্লুজদের জাল খুঁজে পাওয়ায়
৩৭ ক্লাবের মুখোমুখি হয়ে এখন পর্যন্ত ৩১ ক্লাবের বিপক্ষে গোল করার যোগ্যতা
অর্জন করেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে মেসি
এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
যেখানে তার গোলের সংখ্যা ২২টি। অবশ্য প্রথম লেগের ম্যাচটা এদিন শেষ হয়েছে
১-১ গোলের ড্রয়ে। কেননা এর আগে ৬২ মিনিটে গোল করে চেলসিকে যে প্রথম এগিয়ে
দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করা
এই তারকা ফুটবলার অসাধারণ এক শটে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের
জোয়ারে ভাসান।
যদিওবা পরবর্তীতে মেসি গোল করে বার্সাকে সমতায় ফেরালে
ম্যাচটা শেষ হয় ড্রয়ে। তারপরও অ্যাওয়ে গোলের সৌজন্যে ন্যু
ক্যাম্পে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে খেলতে নামবে আর্নেস্তো ভালভার্দের
শিষ্যরা। আগামী ১৪ মার্চ দ্বিতীয় লেগে চেলসিকে আতিথ্য দেবে বার্সেলোনা।
সূত্র : বিবিসি