এদিকে, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, দলের শীর্ষ নেতৃত্বকে কারাগারেই রাখতে চায় বিএনপি। হানিফ আরো বলেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা কারাগারে থাকুক দেশের মানুষ এমনটাই চায়। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রী খালেদা
জিয়াকে এতিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে কোনও অপরাধী অংশ নিতে পারবে না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা বলেও মন্তব্য করেন ইনু। সকালে কুষ্টিয়ায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।