কিন্তু এই সিরিজ নিয়ে ভারতের কোনো টেনশন নেই।
তারা রিলাক্স মুডেই খেলতে আসবে শ্রীলঙ্কায়। অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে! বলতে গেলে দ্বিতীয় সারির এক দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, আসন্ন সিরিজে বিরাট কোহলির জায়গায় ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতই ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন ভারতকে।
কোহলি ছুটি নিয়েছিলেন বিয়ের জন্য। যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত ভালো না করতে পারলেও কোহলির অনুপস্থিতিতেই তাই রোহিতের উপরই আস্থা রাখতে পারেন নির্বাচকরা।এদিকে চন্দিকা হাথুরুসিংহের কোচিংয়ে বাংলাদেশের মাটিতে টানা তিনটি সিরিজ জিতে এখন উজ্জীবিত শ্রীলঙ্কা।
তবুও তাদের পাত্তা দিচ্ছে না ভারত। অন্যদিকে উল্টো অবস্থা বাংলাদেশ শিবিরে। হারতে হারতে বিপর্যস্ত বাংলাদেশ এখন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাবেক অধিনায়ক মাশরাফিকে ফেরানোর চেষ্টা করছে। জানা গেছে, ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য রবিবারই দল ঘোষণা করতে পারে এম এস কে প্রসাদের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী। ৬ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ