ইন্ডিয়ার বলিউডের নায়িকা শ্রীদেবী আর নেই

Seba Hot News
শ্রীদেবী
সেবা ডেস্ক: - ৫৫ বছর বয়সেই মৃত্যু  বরন করলেন বলিউড নায়িকা শ্রীদেবী  ৷ শনিবার রাতে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুর সহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার৷ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ শ্রীদেবীর মৃত্যুতে শেষ হল বলিউডের প্রথম মহিলা সুপারস্টার অধ্যায়৷ শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপ্পান থেকে শ্রীদেবী হয়ে উঠেছিলেন তিনি৷ ঝুলিতে প্রায় ৩০০ ছবি নিয়ে ৫০ বছরেরও বেশি সময় দাপিয়ে বেড়িয়েছেন রুপোলি পরদায়।

কিন্তু তাঁর হাসির ঝরনায় এতটা পথ পেরোনোর পরও কোনও ছাপ পড়েনি।৬০-এর দশকে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী। ১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সে তামিল ছবি ‘‍থুনাইভান’‍ সিনেমায় অভিনয় করে রুপোলি দুনিয়ায় প্রবেশ হয়েছে তাঁর। তারপর অগণিত বলিউডের ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রীদেবী।

 ১৯৭৫ সালে তাঁর বলিউডে যাত্রা শুরু ‘জুলি’ ছবি দিয়ে৷তবে এখনও শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই ‘‍মিস্টার ইন্ডিয়া’‍ সিনেমায় ‘‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’‍ গানে তাঁর নাচ। তারপর বহু ছবিতেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনও হচ্ছে।

১৯৮৩ সালের তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীর আলাদা জায়গা গড়ে দিয়েছিল৷ অনেক সিনেমা সমালোচকরাও বলেন, শ্রীদেবী অভিনীত  ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম৷ শ্রীদেবী এমন একজন অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু কন্নড় সিনেমায় চুটিয়ে কাজ করেছেন।

২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ ছবিটি বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল।সেই বছরই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি৷ বাংলা টেলিভশনে জনপ্রিয় একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল৷

একদিকে যখন বড় মেয়ে জাহ্নবী বলিউডে ডেবিউ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন অন্যদিকে, মডেলিংয়ে কেরিয়ার শুরুর চেষ্টা করছেন ছোট মেয়ে খুশি।শ্রীদেবীর মৃত্যুর সময় ছোট মেয়ে খুশি মায়ের পাশে থাকলেও জাহ্নবী অনেকটাই দূরে ছিলেন৷ শ্যুটিংয়ের কাজে এখন তিনি মুম্বইতে৷ মায়ের অকাল প্রয়াণে দুই মেয়েই মানসিকভাবে বিপর্যস্ত৷ভেঙে পড়েছেন বনি কাপুরও৷

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top