লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর পাথর্শী ইউনিয়নের মোজাআটা আদর্শ বাজার সহ পাথর্শী গ্রামের ১৫৬টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মোজাআটা বাজারে শনিবার সন্ধ্যায় শুভগ্রাম বিদ্যুতায়নের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
জানাযায়,পাথর্শী ইউনিয়নের মোজাআটা আদর্শ বাজার ও পাথর্শী গ্রামসহ পাঁচটি স্থানে ১৫৬টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের বিদ্যুতের চাহিদা পূরণ হলো। এই বিদ্যুতায়ন প্রকল্পটি বাস্তবাায়নে ২৬ লাখ ৪ হাজার টাকা ব্যয় হয়েছে ।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক ভজন কুমার বর্মন, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, জেলা পরিষদ সদস্য আ. রাজ্জাক লালমিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী সহ পার্থর্শী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।