জামালপুর প্রতিনিধি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
রোববার সকাল ১১ টার দিকে এই স্মারকলিপি জমা দেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় জামালপুরের জেলা প্রশাসক মো. আহাম্মেদ কবীর স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, ছাত্র নেতা সজিব খান। এছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ। জেলার নেতৃবৃন্দ মিছিল সহকারে বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেন।
এছাড়াও বিএনপির আরেকটি গ্রুপ সাবেক জেলা বিএনপি’র আহব্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মুল্লিকের নেতৃত্বেও মিছিল নিয়ে আর একটি স্বারক লিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা এড. এমরুল হোসেন অঙ্কুর, এড. বাবুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান আরমান প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে শনিবারের গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে। আজ রোববার সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগরী ছাড়া জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে।