বাঁশখালীতে অগ্নিকান্ডে ১৫টির অধিক দোকান ছাই, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ ছাড়িয়ে!

S M Ashraful Azom
0
In Banskhali fire, 14 shops burnt ashes more than half!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়ার বাজার পূর্বকুলের উত্তর পাশে সন্ধ্যা সাড়ে ৬টায় চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৪ টির অধিক দোকান-পাট পুড়ে ছাই হয়ে যায়।
অাগুনের তীব্রতা ধীরে ধীরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অাগুন নিয়ন্ত্রণে চলে আসলেও যেন নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি। দ্রুত আগুনের মাত্রা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে আগুন নিভানোর বিষয়টি। এতে ঘন্টা ২ এর ব্যবধানে ১৪টির অধিক দোকান আগুনে ভষ্মিভূত হয়ে পড়ে জানান স্থানীয়রা। দীর্ঘ সময় ধরে আগুনের স্থায়ীত্বে স্থানীয়রা শংকিত হয়ে পড়লে তারা আনোয়ারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে দ্রুত সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় নুরুল হাকীম জানান, মৌলভী দিদারের মুদির দোকান, আরিফের ডেকোরেশনের দোকান, ধনায়ার কামারের দোকান, ইউসুফের তেলের দোকান, দিদারের কাপড়ের দোকান, সাধুর চা- দোকান, আলমগীরের গ্যারেজের দোকান সহ ১৪ টির অধিক দোকান পুড়ে গেছে। স্থানীয়দের মতে এতে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটির অধিক ছাড়িয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top