গোলাপগঞ্জ বাজারে ঘন ঘন চুরি, প্রতিবাদে সভাব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুন নাসের। এ ছাড়াও পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক আজাদুর রহমমান সিপার, কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, সদস্য দেলওয়ার হোসেন মাহমুদ, কাওছার আহমদ, বদরুল ইসলাম, সেলিম আহমদ, মুহিবুবুর রহমান মুহিব, নাজিম আহমদ সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, গত একমাসে গোলাপগঞ্জ বাজারের প্রায় ১৫ টি প্রতিষ্ঠানের পেছনের জানালা, সাটারের তালা ভেঙ্গে চুর চক্র নগদ টাকা সহ আসবাবপত্র নিয়ে যায়। সর্বশেষ গত সোমবার গভীর রাতে গোলাপগঞ্জ বাজারের মাহমুদ এন্ড ব্রাদার্স মার্কেটের টপবেবী নামক একটি শপিং এর দোকানে তালা ভেঙ্গে প্রায় এক লক্ষাধিক নগদ টকা নিয়ে যায়।
এদিকে দোকানের সত্ত্বাধিকারী গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি নজমুল আহমদ জানান, প্রতিদিনের মত সকালে দোকান খুলতে আসলে দেখি তালা ভাঙ্গা। তাৎক্ষণিক আমি গোলাপগঞ্জ মডেল থানা সহ বণিক সমিতির নের্তৃবৃন্দকে অবগত করি।