গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ জার্নালিষ্ট ফোরাম’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলার পৌর সদরের একটি কনফারেন্স হলে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করা হয়।
দৈনিক যুগান্তর’র গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীকে সভাপতি, সিলেটের মানচিত্র’র প্রতিনিধি খালেদ হোসেনকে সাধারণ সম্পাদক ও দেশেরবার্তার সিলেট ব্যুরোচিফ এবং দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি মো. রুবেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার গোলাপগঞ্জ প্রতিনিধি খন্দকার মো.বদরুল আলম, ভোরের ডাক’র প্রতিনিধি আব্দুল আজিজ খান, সাপ্তাহিক হলি সিলেটের প্রতিনিধি বিলাল আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক সিলেটের দৈনিক শুভ প্রতিদিন’র প্রতিনিধি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ দৈনিক যুগভেরী’র সংবাদদাতা জাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি ফাহাদ হোসেন, দপ্তর সম্পাদক সাপ্তাহিক সোনালী সিলেট’র প্রতিনিধি হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সাপ্তাহিক বাংলার ডাক’র প্রতিনিধি জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য সুরমা নিউজ২৪ ডটকম’র প্রতিনিধি কামিল আহমদ তালুকদার।