শনিবার সন্ধ্যায় হাইস্কুল রোডের সজিব লাইব্রেরির সামনে থেকে ছাইদুর রহমান (৩০) নামে ওই বই বিক্রেতাকে আটক করা হয়। আটককৃত ছাইদুর রহমান পৌর শহরের সর্দার পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। সে সজিব লাইব্রেরিতে বই বিক্রেতা হিসেবে কর্মরত।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা হাইস্কুল রোডের সজিব লাইব্রেরির সামনে থেকে ছাইদুর রহমানকে আটক করে। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, গতকাল রোববার ছাইদুর রহমানকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।