বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের 'বাঁশখালী উপজেলা ক্রিকেট একাডেমী'র উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারী) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে মোস্তাফিজ কম্পিউটার এন্ড আউট সোর্সিং ট্রেনিং সেন্টার এর আয়োজনে নাপোড়া শাখার ক্রিকেট টুর্নামেন্ট'১৮ এর শুভ উদ্বোধন অনুষ্টান সম্পন্ন হয়। অনুষ্টানের শুভ উদ্বোধক ও প্রধান অথিতি ছিলেন দৈনিক ডেসটিনির বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহমদ রানা। বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদের পরিচালনায় অনুষ্টানে এসময় প্রধান অথিতি খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন, বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক সফলতা অর্জন করেছে। ক্রিকেট খেলায় বাংলাদেশ বিশ্বের দরবারে সুনাম কুড়িয়েছে। এর ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। ভালো একজন খেলোয়াড় দেশের সম্পদ। তাই ভালো খেলোয়ার হতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই। প্রধান কোচ ও পরিচালক বলেন, আমাদের বাঁশখালীর অনেক ছেলে বাঁশখালী ক্রিকেট একাডেমীতে সম্পৃক্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন টিমে খেলছে। এমনকি চট্টগ্রাম থেকে বাছাই করা খেলোয়াড়দের ২ জন এটিম থেকে মালয়শিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে অনুর্ধ ১৬ তে খেলতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা বাঁশখালীতে মাঠের সুযোগ সুবিধা পাচ্ছিনা, যার দরুণ অনুশীলন করা কষ্ট সাধ্য হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন রঞ্জিত কান্তি দেব দাশ, মো. আবুল কাশেম, ক্রিকেটার মো. আলী আকবর, আব্দুল মালেক সহ প্রমূখ।
বাঁশখালী ক্রিকেট একাডেমীর নাপোড়া শাখার শুভ উদ্বোধন
ফেব্রুয়ারী ০১, ২০১৮
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের 'বাঁশখালী উপজেলা ক্রিকেট একাডেমী'র উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারী) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে মোস্তাফিজ কম্পিউটার এন্ড আউট সোর্সিং ট্রেনিং সেন্টার এর আয়োজনে নাপোড়া শাখার ক্রিকেট টুর্নামেন্ট'১৮ এর শুভ উদ্বোধন অনুষ্টান সম্পন্ন হয়। অনুষ্টানের শুভ উদ্বোধক ও প্রধান অথিতি ছিলেন দৈনিক ডেসটিনির বাঁশখালী প্রতিনিধি শিব্বির আহমদ রানা। বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদের পরিচালনায় অনুষ্টানে এসময় প্রধান অথিতি খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন, বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক সফলতা অর্জন করেছে। ক্রিকেট খেলায় বাংলাদেশ বিশ্বের দরবারে সুনাম কুড়িয়েছে। এর ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। ভালো একজন খেলোয়াড় দেশের সম্পদ। তাই ভালো খেলোয়ার হতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই। প্রধান কোচ ও পরিচালক বলেন, আমাদের বাঁশখালীর অনেক ছেলে বাঁশখালী ক্রিকেট একাডেমীতে সম্পৃক্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন টিমে খেলছে। এমনকি চট্টগ্রাম থেকে বাছাই করা খেলোয়াড়দের ২ জন এটিম থেকে মালয়শিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে অনুর্ধ ১৬ তে খেলতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা বাঁশখালীতে মাঠের সুযোগ সুবিধা পাচ্ছিনা, যার দরুণ অনুশীলন করা কষ্ট সাধ্য হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন রঞ্জিত কান্তি দেব দাশ, মো. আবুল কাশেম, ক্রিকেটার মো. আলী আকবর, আব্দুল মালেক সহ প্রমূখ।