সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে শনিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় , দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের উদ্যোগে শহরের পাট হাটি এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয় থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় সংগঠনের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব, সিনিয়র যুগ্ন মহাসচিব ও সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ন মহাসচিব রাশিদুল আল আমিন রঞ্জু, উপদেষ্টা রমেশ চন্দ্র রায়, উপদেষ্টা রাজিউল হাসান লাভলু আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগেও বিভিন্ন সময়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।