বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
deputy commissioner was held in Bakshiganj rehabilitation of beggars

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসন নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর। বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।


মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা ভূমি অফিস, উপজেলা সাবরেজিস্ট্রার অফিস ও ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top