সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে রবিদাস উন্নয়ন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের উদ্যোগে ৬০ জন রবিদাস সম্প্রদায়ের নারী ও পুরুষকে শীতবস্ত্র বিতরণ সংগঠনের নেতৃবৃন্দ । শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব , সিনিয়র যুগ্ন মহাসচিব জাহিদুল ইসলাম প্রিন্স, উপদেষ্টা রাজিউল হাসান লাভলু আকন্দ, যুগ্ন মহাসচিব রাশিদুল আল আমিন রঞ্জু মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশরাফ ,মাহবুব , সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রশিদুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা রবিদাস উন্নয়ন সংগঠনের সভাপতি শ্রী বিষ্ণু ভুট্টো সহ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।