বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় পরামর্শ সভা: বার্ষিক মাহফিল ৩মার্চ

S M Ashraful Azom
Baitul Irfan Model Madras Consultation Meeting: Annual Mahfil March 3
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বায়তুল ইরফান আদর্শ মাদরাসা'র আসন্ন ১৩তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরুষ্কার বিতরণী সভা উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৮টায় মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় মৌলানা মোস্তাফা আলীর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার ১৩ম বার্ষিক মাহফিল ও পুরুষ্কার বিতরণী সভা আগামী ৩রা মার্চে অনুষ্ঠিত হবে মর্মে স্থানীয় মান্যগুণ্য ব্যক্তিবর্গ ও মাদরাসা সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক মাদরাসার সার্বিক সফলতা তুলে ধরেন। মাদরাসার উন্নয়নে তিনি সকলের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করেন।


পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ওমান প্রবাসী হাফেজ মুহাম্মদ ওসমান গণি, মাদ্রাসার জমি দাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ মিয়া তালুকদারের শাহজাদা মুহাম্মদ হোসাইন তালুকদার, সমাজ সেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মৌলানা শেখ আব্দুল্লাহ, সাথী মেটাল এন্ড ইন্জিনিয়ারিং এর প্রোপাইটর নুরুল আমিন, মাষ্টার করম আলী, আবু তাহের চৌধুুরী, মাদরাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top