বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

S M Ashraful Azom
Baitul Irfan Model Madrasah multi-storied building inaugurated
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক বাঁশখালীর সর্বজন শ্রদ্বেয় আলেমেদ্বীন পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল (দাঃ বাঃ)।

উক্ত উদ্বোধন অনুষ্টানে উপস্হিত ছিলেন মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক, আল্লামা মোস্তফা আলি (দা:বা:), ওমান প্রবাসী হাফেজ মুহাম্মদ ওসমান গণি, মাদ্রাসার জমি দাতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ মিয়া তালুকদারের পুত্র মুহাম্মদ হোসাইন তালুকদার, সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ আনছুর আলী তালুকদার, আলহাজ্ব মাহমুদ উল্লাহ(খলিল শাহপাড়া), আলহাজ্ব আসহাব উদ্দীন তালুকদার, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ সহ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকবৃন্দ

উক্ত ভবনের নির্মান কাজে সর্বস্তরের সকলের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top