সেবা ডেস্ক: ছেলের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। তার বাবা মাহবুব হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির গর্ভে জন্ম হয় মুশফিকের প্রথম ঔরষজাত সন্তানের। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলে মুশফিকের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
মুশফিকের বাবা হওয়ার সংবাদ জানা গিয়েছিল আগেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরেই স্ত্রীকে থাইল্যান্ডে ডাক্তার দেখাতে নিয়ে যান মুশফিক।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় আর ছুটি মেলেনি। তবে গতকাল চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পরই স্ত্রীর পাশে থাকতে মুশফিক ঢাকার বিমান ধরেছেন বলে জানা যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।