সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে দুই বিএনপির কর্মী সহ ১০ জনকে আটক করেছে পুুলিশ।
গত ২৪ ঘন্টায় বকশীগঞ্জ থানা পুুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে নাশকতার পরিকল্পনা করতে পারে এমন অভিযোগে সোমবার সন্ধ্যায় সেলিম মিয়া (৩০) ও মিলন মিয়া (২৮) নামে দুই বিএনপির সমর্থককে আটক করা হয়।
এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ী , ওয়ারেন্টভূক্ত আরো ৮ আসামিকে পুলিশ আটক করেছে।
দুই বিএনপির কর্মী আটকের ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটককৃতদের মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে।