কুড়িগ্রাম প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ভুরুঙ্গামারীতে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধ ,মাদককে “না’, বাল্য বিবাহ প্রতিরোধ এবং মানসম্মত শিক্ষা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাগ্ফুরুল হাসান আব্বাসী।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,বিবাহ নিবন্ধক,মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সরকার রকীব আহমেদ জুয়েল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।