বাঁশখালীতে সম্পন্ন হলো ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা

S M Ashraful Azom
3-day science fairs done in Banskhali

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে এ বিজ্ঞান মেলা আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।

২৮ ফেব্রুয়ারি বুধবার ৩ দিন ব্যাপী এই বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসতিয়াক আহমদ। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top