সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পকে (দ্বিতীয় পর্যায়) শক্তিশালী করার লক্ষ্যে এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বাট্টাজোড় ইউনিয়ন পরিষদে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউপি সচিব সুলতান মাহমুদ, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের বকশীগঞ্জ সমন্বয়কারী মোকিম উদ্দিন, শিক্ষক আবু সাঈদ , ইউপি সদস্য ফুটা মিয়া, ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শামীম মিয়া প্রমুখ।
কমিউনিটির মতবিনিময় সভায় সল্প মূল্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এতে ইউপি সদস্য, শিক্ষক ,পল্লী চিকিৎসক , নারী প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ নেন।