সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারকে পথ সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকালে তারা বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তাদের পথ সংবর্ধনা দেয়া হয়।
জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আবু সায়েম জাতীয়
পার্টির সাংগঠনিক কাজ সফলভাবে শেষ করে বাড়ি ফেরায় এবং ছাত্রলীগ নেতা জুমান তালুকদার চিকিৎসা শেষে বাড়ি ফেরায় তাদের ওই সংবর্ধনা দেয়া হয়।
এসময় নতুন বাস স্ট্যান্ড এলাকায় তাদের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে বকশীগঞ্জ শহরে একটি মিছিল বের করা হয়।