কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘নিষ্ঠাবান ক্রীড়াবিদ জাতির মহান সৈনিক’ এ শ্লোগানকে সামনে রেখে বুধবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করীম, সিভিল সার্জন ডা. আমিুনল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন আল-আজাদ প্রমূখ।
এ প্রতিযোগীতায় ৩য় শ্রেণী থেকে ১০ শ্রেনি পর্যন্ত ৮টি ক্লাসের ২৪টি ইভেন্টে শহস্রাধিক প্রতিযোগি অংশ নেয়।
বিকেলে পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।