লোকে লোকারণ্য ছিল বাঁশখালীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

S M Ashraful Azom
The people of Barakkhali were the people of the International Qirat Conference
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম):  চট্টগ্রামের বাঁশখালীতে আম্বিয়া খাতুন ক্যাডেট দাখিল মাদরাসার উদ্যোগে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে গত বৃহস্পতিবার (৪জানুয়ারী) আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের প্রথম অধিবেশন দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক আল্লামা মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

প্রধান ওয়ায়েজ ছিলেন, আল্লামা জুনাইদ-আল-হাবিব, ঢাকা। বিশেষ অথিতি ছিলেন হাফেজ আবু তৈয়্যব, পরিচালক সেগুন বাগান মাদরাসা। বিশেষ ওয়ায়েজ মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, দারুল মা'আরিফ আল ইসলামীয়া, চট্টগ্রাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইছহাক হুজুর, বাঁশখালী। ক্বেরাত সম্মেলনে কোরআন তেলাওয়াৎ করেন, কারী শাইখ রাফাত হুসাইন, মিশর; কারী শাইখ সালমান হালফাভী, মিশর; কারী শাইখ রেজা আইয়ুব, তাঞ্জানিয়া; কারী শাইখ মুমিন আইনুল মুবারক, ইন্দোনেশিয়া ; কারী শাইখ হামেদ শাকের নেজাদ, ইরান; কারী শাইখ আবদুর রউফ, ভারত। এই শানদার কেরাত মাহফিলে মাহফিলটির প্রবর্তক মাষ্টার নজির আহমদেরর শাহজাদা ও দৈনিক পুর্বদেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি উপস্থিত ছিলেন।

The people of Barakkhali were the people of the International Qirat Conference 1
এসময় বাঁশখালীর শীর্ষ আলেমদের মধ্যে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আশরাফ আলী গাজী, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাহারছড়া মাদরাসার মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ লোকমান, বাঁশখালী বায়তুল ইরফান আদর্শ মাদরাসর পরিচালক মৌলানা মুহাম্মদ মনছুরুল হক, সংগীত সম্রাট মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, জমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, হেফাজত নেতা মাওলানা ইউনুস, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ ওসমান, মাওলানা ছালেকুজ্জামানসহ বিশিষ্ট ওলামারা উপস্থিত ছিলেন। মাস্টার নজির আহমদ ট্রাস্টের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ক্বেরাত মাহফিলে বাঁশখালী সহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top