বকশীগঞ্জে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

S M Ashraful Azom
Under the school feeding program in Bakshiganj egg distribution among the students
সেবা ডেস্ক:   জামালপুরের বকশীগঞ্জে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় দুই শ শিক্ষার্থীর মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ডিম বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান , উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী ও উপজেলা ভেটেরিনারী রিপ্রেজেন্টেটিভ  অ্যাসোসিয়েশনের ( ভারিয়া) সাধারণ সম্পাদক মাহবুব।

এসময় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় ও ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top