সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমানের পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
তারই অংশ হিসেবে রোববার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী গ্রামে ২৫০ জন হতদরিদ্র ব্যক্তিকে শীতবস্ত্র দেয়া হয়।
অতিরিক্ত আইজিপির পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন তার ছোটভাই সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এসময় ইউপি সদস্য গাজী আমর আলী , ইউপি সদস্য রফিকুল ইসলাম , রাকিবুল ইসলাম বিদ্রোহী উপস্থিত ছিলেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, পর্যায়ক্রমে বকশীগঞ্জ উপজেলার সাত টি
ইউনিয়নের অসহায় ও দরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে দুই হাজার ১০০ কম্বল বিতরণ করা হবে।