
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা শাখার অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষীন করে। পরে দলীয় কার্য্যালয় চত্বরে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আমিনুর ইসলাম, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে বাবু আহমেদ, উপজেলা জাপা আহ্বায়ক সাইদুল ইসলাম, জেলা জাপার নেতা সামসুজ্জোহা সাজু চৌধুরী, পরিতোষ বাবু, আমিনুল ইসলাম, এজাজ তছলিম, পৌর শাখার সাধারণ সম্পাদক মোক্তার আলী, জাপা যুব সংহতি সভাপতি আব্দুল ওহাব আপ্পি, সদস্য সচিব জামাল উদ্দিন, প্রমুখ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি অন্যতম শক্তি হিসাবে আবারো আবির্ভূত হবে। এ জন্য দলীয় নেতকর্মীদের সাবেক রাষ্টপতি এরশাদের লাঙ্গলের পক্ষে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।