সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও শীতার্তদের মাঝে শনিবার সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বকশীগঞ্জ শাখার উদ্যোগে ২০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকের ভিআইপি গ্রাহকদের বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক, ব্যাংকের বকশীগঞ্জ ব্যবস্থাপক আকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপ-পরিদর্শক মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,
বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আকরুজ্জামান, সমাজসেবক নজরুল ইসলাম সওদাগর, ডা. সিদ্ধেশ্বর সাহা, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আওরঙ্গজেব সওদাগর,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার বিকালে বকশীগঞ্জে কৃতি সন্তান পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান এর পক্ষে গারো পাহাড়ের আদিবাসীদের মাঝে ৩০০ কম্বল বিতরণ হয়েছে।
অতিরিক্ত আইজিপির পক্ষে তার ছোটভাই সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এসব কম্বল বিতরণ করেন।