সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রোগ্রামের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সারাদেশের ন্যায় এই কলেজেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পরীক্ষায় চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবার ১৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসনের ইতিবাচক মনোভাবের কারণে প্রতি বছরের এবারও শান্তিপূণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। তিনি সামনের পরীক্ষা গুলোতেও সকলের সহযোগিতা কামনা করেন।