সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও রফিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ অসহায় ও দুস্থের মাঝে শুক্রবার বিকাল ৩ টায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দার পাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমামবাগ দরবার শরীফের পীর সাহেব মওলানা ইদ্রিস আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারী) ডা. এম.আর করিম (রেজা),
বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,
হিন্দু কল্যাণ পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, ডা. জয়নাল আবেদিন , স্যানিটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, সহকারী অধ্যাপক বজলুর রশিদ প্রমুখ। এসময় স্থানীয় গণম্যান্য বক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় মরহুম মওলানা রফিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।