
র্যালিটি মালিবাগ মোড় থেকে শুরু করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, সাবেক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার,
সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গাজী শামীম, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, ছাত্রলীগ নেতা মির্জা স¤্রাট,
কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাকিবিল্লাহ রাকিব সহ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।