
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘নারী পুরুষ নির্বিশেষ-সমাজসেবায় গড়বো দেশ’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।
সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষীন করে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা সমাজসেবা অফিসার এসএম জোবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সালেহ মো: ফেরদৌস খান, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, মোঃ ফজলুল হক, সহকারী পরিচালক জেলা সমাজসেবা অফিস, প্রতিবন্ধী নেতা আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে দু:স্থদের মাঝে ঋণ বিতরণ ও সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। সম্মান স্বারক ০৯টি, শুভেচ্ছা স্বারক ০৫, পুরুষ্কার ৮টি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন উন্নয়ন সংগঠন অংশ নেয়।