ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: উন্নয়ন মেলা-২০১৮ তিন দিন ব্যাপী (১১-১৩ জানুয়ারী) কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজনে।
উন্নয়ন মেলার ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
উক্ত মেলায় অন্যান্যদের পাশাপাশি কুড়িগ্রাম জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় থেকে মেলায় অংশ গ্রহণ করেন। স্টল নং ২৫।
জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম নেতৃত্বে মোঃ আব্দুল মান্নান, সুপার মোঃ সিরাজুল ইসলাম অডিটর, মোঃ
মকবুলার রহমান অডিটর, অমল কুমার সাহা অডিটর মেলায় আগত সেবা গ্রহিতাগণ, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণের চাহিদা অনুযায়ী বিভিন্ন তথ্য সেবা দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনস্ত সিজিএ কার্যালয়ের আওতাধীন জেলা হিসাব রক্ষণ অফিস আয়োজিত ‘উন্নয়ন মেলা’-২০১৮ তে দেশ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ শিল্পোয়নে হিসাবরক্ষণ অফিসের পরিবর্তন সম্মুখে উপস্থাপন করা হয়। এর মধ্যে পেনশন সহজীকরণ, অনলাইনে বেতন দাখিল,
সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (রইঅঝ++), অন লাইনে ঘরে বসেই চালান যাচাই করা যায় এবং চেক ছাড়াই (ঊঋঞ) মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা গৃহীত হয়েছে।
ব্যাংকে গিয়ে আর দীর্ঘ লাইন দেওয়ার দরকার হয় না। এছাড়াও সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ (চঊগঝ) কর্মসূচী সম্পর্কে জনগণকে অবহিত করা হয়েছে।