সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে মো. হাসিবুর রহমান বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজিরুল ইসলামকে পরাজিত করে কাউন্সিলর বিজয়ী হন।
জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে ৮ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে মো. হাছিবুর রহমান বাবুল ৭৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হাজিরুল ইসলাম ৭৬৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এদিকে মো. হাছিবুর রহমান বাবুল কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হওয়ায় তার এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।
মো. হাছিবুর রহমান বাবুল এর আগেও বকশীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
তিনি কাউন্সিলর থাকা কালে এলাকার মানুষের মন জয় করতে বিভিন্ন উন্নয়ন কাজ করে যান। তিনি ৭ নম্বর ওয়ার্ড বাসীর আপদে-বিপদে পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যান। একারনেই তিনি সাধারণ মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেন।
নবনির্বাচিত কাউন্সিলর মো. হাছিবুর রহমান বাবুুল বলেন, আমি ৭ নম্বর ওয়ার্ডের সন্তান। আমি এই এলাকার মানুষের পাশে সর্বক্ষণ আছি । ভবিষ্যতেও তাদের পাশে থাকব।
আমি সারা জীবন তাদের সেবক হিসেবে থাকতে চাই। এই ওয়ার্ডের মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাবেন বলেও ঘোষণা দেন। তাই তিনি ৭ নম্বর ওয়ার্ডবাসীর উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।