সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাবেক মন্ত্রী এমএ সাত্তারের পক্ষে অসহায় , গরিব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী এমএ সাত্তারের ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোমবার শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ , যুগ্ন সম্পাদক আকরামুল হক ,
যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ, উপজেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক জিয়াউর রহমান , জয়মনা ইছিম উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।