
সেবা ডেস্ক: বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সাধুরপাড়া ইউনিয়নের কবি মডেল উ” বিদ্যালয় ও কামালের বার্তী সরকারি পাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এসময় কেবি মডেল উ” বিদ্যালয়ের পধান শিক্ষক এমএইচ কবির, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ সহ ¯ানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা উপ¯িথত ছিলেন