ডাঃ জিএম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম স্টেডিয়ামে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে। উক্ত মেলায় সরকারী -বেসকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।
অনন্যাদের পাশাপাশি কুড়িগ্রাম এলজিইডি জেলা কার্যালয় থেকে মেলায় অংশ নিয়েছে একটি তথ্যসমৃদ্ধ স্টল। এ মেলায় বিগত ৯ বছরের কুড়িগ্রাম জেলার মাটিতে আওয়ামীলীগ নেতৃতা¡ধীন সরকার যে সকল সার্বিক উন্নয়ন
কর্মযজ্ঞ করছে এবং আগামীতে বাস্তবায়িত হবে এই রূপ প্রকল্প কুড়িগ্রাম জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন “উয়ন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে
“অগ্রযাত্রার ৯ বছর” স্লোগানে বই আকারে স্মরণিকা তৈরী করে উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।
যা জন সাধারণের মাঝে সৃষ্টি হয়েছে ব্যপক আলোড়ন এবং বর্তমান সরকারের উপর আস্থা বৃদ্ধিতে সহায়ক বহুগুন। এছাড়াও এলজিইডি নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ নিদের্শনায় তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র
সহকারী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান মেলায় আগত সেবা গ্রহিতাগণ ঠিকাদার দর্শনাথী ও বিভিন্ন শ্রেণি পেশার জন সাধারনের চাহিদা অনুযায়ী বিভিন্ন তথ্য সেবা দিচ্ছে।