বকশীগঞ্জে জেএসসি পরীক্ষার ফলাফলে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস

S M Ashraful Azom
JSC Result 2017

সেবা ডেস্ক:   সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

জানা গেছে, ১৯৭১ সালে লাউচাপড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উৎরাই পার করে এসেছে। গারো পাহাড় অধ্যুষিত লাউচাপড়া উচ্চ বিদ্যালয়টি টিলার উপর প্রতিষ্ঠিত । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পাল্টে যায় শিক্ষার মান। মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে উঠে। ২০১৭ সালের জেএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, জেএসসি পরীক্ষায় ১০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৩ জনই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন ১৩ জন পরীক্ষার্থী।
পরীক্ষার ফলাফলে খুশি হয়েছে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, মান সম্মত শিক্ষা অর্জনে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যথেষ্ট শ্রম দিয়েছেন। তারা আমাদের ভালভাবে পাঠদান ও সুপরামর্শ দেওয়ার কারণেই আমরা ভাল ফলাফল অর্জন করতে পেরেছি।
খোঁজ নিয়ে জানা গেছে, অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষকরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাল ছাত্র-ছাত্রী হিসেবে গড়ে তুলতে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নেতৃত্বে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তারুজ্জামানের সুপরামর্শে শিক্ষার্থীরা সামনে আরো ভাল ফলাফল করবে এটাই প্রত্যাশা ।
এ ব্যাপারে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল জানান, আমরা আমাদের শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মান সম্মত শিক্ষা অর্জন করার জন্য যা যা করার জন্য আমরা তাই করে যাচ্ছি। প্রয়োজনে দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত কেয়ার নিচ্ছি। তবে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই প্রধান শিক্ষক। তিনি জানান, একটি ভবনে ছাত্র-ছাত্রীদের জায়গা না হওয়ায় আরেকটি টিনসেড করে তাদের ক্লাস নেওয়া হয়। এতে করে গাদাগাদি করে ক্লাস নেওয়ার ফলে পাঠদানে ব্যাহত হয়।

good

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top