
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিতোষ চন্দ্র দাসকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। চাকরী থেকে অবসর জনিত কারণে তাকে শিক্ষক পরিষদের উদ্যোগে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রভাষক আবু মোহাম্মদ সায়েম , প্রভাষক খোরশেদ আলম, জামালপুর আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক আসলাম হোসেন, প্রভাষক শাহ আলম , প্রভাষক সোলাইমান হোসেন , প্রভাষক আশরাফ হোসেন, প্রভাষক আফরোজা বেগম, প্রভাষক মোস্তাফিজারা মনি, প্রভাষক খালিদ হোসাইন , প্রভাষক মিন্টু চন্দ্র দে, প্রভাষক মমিনুল ইসলাম , ডেমেস্ট্রেটর আশিষ রায় প্রমুখ।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফসিউল আহমেদ।