কুড়িগ্রামে ভিডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৮তম জাতীয় সমাবেশ ও র‌্যালী

S M Ashraful Azom
0
Inauguration ceremony of the 38th National Rally on the occasion of the founding anniversary of VDP
কুড়িগ্রাম প্রতিনিধি: ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় দেশের প্রতিটি জেলায় ন্যায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে ভিডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৮তম জাতীয় সমাবেশ উদ্বোধনী র‌্যালি কুড়িগ্রাম জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তর হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামন দিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের শেষ হয়।
Inauguration ceremony of the 38th National Rally on the occasion of the founding anniversary of VDP in Kurigram
উক্ত র‌্যালিতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইসলাম মুরাদ, ভুরুঙ্গমারীর উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম, ব্যাটালিয়নের পিসি জুলহাস, এপিসি দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যাটালিয়ন সদস্য ও প্রশিক্ষণার্থীবৃন্দ। র‌্যালিতে ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ করতে চাই শ্লোগানের ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top