গোলাপ খন্দকার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সাপাহার-পোরশা-নিয়ামতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে প্রায় দুই হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকবাংলা চত্বরে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বহুদলীয় প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহ উদ্দীন খান পিপিএম, , যুগ্ন সাধানর সম্পাদক সারোয়ার জাহান লাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম,যুবদলের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সচ্ছাসেবক দলের আহব্বায়ক আক্কাস আলী প্রমুখ। এসময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সেখানে উপস্থিতিতে প্রায় দুই হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।