জামালপুরে কবর থেকে মানুষের কস্কাল চুরির সময় দুই পাচারকারী আটক

S M Ashraful Azom
Two smugglers detained during a burglary of people
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার নুরুন্দিতে কবর থেকে চুরি করে মানুষের কস্কাল তুলে পাচারের সময় দুই পাচারকারী আটক করেছে নুরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাশঁচড়া গ্রামের দুটি কবর থেকে কঙ্কাল তুলে ঢাকায় পাচারের জন্য নুরুন্দি রেলওয়ে স্টেশনের পাশ্বে অবস্থান করছে, এমন একটি সংবাদ পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯টার সময় নুরুন্দি রেলওয়ে স্টেশনে এস আই আসাদ ও এস আই সাজিদ অভিযান করে দুই পাচারকারী কস্কাল সহ আটক করে নুরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যায় ।

পুলিশের হাতে আটক কৃত দুই পাচারকারী হলো নুরুন্দি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩৫) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নছর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। নুরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি আনছার উদ্দিন সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে ২৯৫/ ৩৭৯ ও ৪১১ ধারায় নিয়মিত মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

এর সাথে জড়িত পুরো চক্রটিকে ধরতে পুলিশ অভিযান অভ্যাহত রয়েছে, আশা করছি খুব শ্রীর্ঘই ধরা পড়বে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top