গোলাপ খনদকার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) বাস্তবায়ন সহযোগি সংস্থার উদ্যোগে রবিবার দুপুরে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী। এ সময় সেখানে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাহিমা খাতুন, ইউপি সচিব মহিদুল হক (লিপু), উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আহসান হাবিব নয়ন, সদর ইউপি গ্রাম আদালতের সহকারী মাহবুব আলম রুবেল প্রমুখ।
এ সময় সেখানে সদ ইউপি পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।