
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উঠানো পাড়া গ্রামের বাসিন্দা , বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতির বাসভবনে সোমবার রাতে পেট্রল বোমা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে প্রায় ২ হাজার মানুষের উপস্থিতিতে পেট্রল বোমা হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি বকশীগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফসার আলী, মুক্তিযোদ্ধা আমিনুল হক মাস্টার , ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম প্রমুখ।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
এসময় মুক্তিযোদ্ধারা বাবুল চিশতির বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন।