গোলাম মোস্তফা রাঙ্গা: ১৫ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নাধীন মোবাল্লেগপাড়া গ্রামে ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ফেডারেশন হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্টের প্রতিনিধি কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন। নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়ের সভাপত্বিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষক মোঃ এরশাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা প্রশিক্ষিকা জেসমিন নাহার, মনিটরিং মাঠকর্মী মোঃ মজাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবী প্রশিক্ষক কাশেম।
মোবাল্লেগপাড়া গ্রামের ৩২ জন পুুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি ০৩ ডিসেম্বর শুরু হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রশিক্ষণ দিবসে আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।