
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ইএসএআইডি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে , কেয়ার বাংলাদেশ এর সহায়তায় ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি-৩ এর বাস্তবায়নে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সৌহার্দ্য কর্মসূচি-৩ এর পি.এম মো. আতাউর রহমান আনসারী, কেয়ার বাংলাদেশ এর মো. রেজাউল করিম, সৌহার্দ্য কর্মসূচি-৩ এর ফিল্ড ম্যানেজার মো. আবদুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার প্রমুখ।
সভায় ইউএনও আবু হাসান সিদ্দিক এসময় সৌহার্দ্য কর্মসূচি-৩ এর কর্তৃপক্ষের কাছে শীতার্তদের জন্য কম্বল চাইলে তারা তাৎক্ষণিকভাবে ৫০ টি কম্বল ইউএনও’র নিকট হস্তান্তর করেন।